ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!
মাত্র এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো ব্যাপারটা নিয়ে। মাথায় একটা প্রশ্ন বেশ কয়েক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে, উন্নয়নের জন্য কি রেস বেশি গুরুত্বপূর্ন না রিসোর্স?
রিসোর্স দেখলে, জনঘনত্ব দিয়ে শুরু করি। প্রতি বর্গমাইলে মার্কিন জনঘনত্ব ৫৩, বাংলাদেশে ৩০৯০। ৬০ গুন বেশি জায়গা প্রত্যেকের জন্য। আমি মনে করি এরকম বিশাল একটা সম্পদের (রিসোর্স) অবশ্যই গুরুত্বপূর্ন একটা ভূমিকা আছে।
কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ন চলক হওয়া উচিত জাতি (বা রেস)। ডিন ফিলিস এর 'দ্য ফার্স্ট ইন্ড্রাস্টিয়াল রেভ্যুলুশন' বই অনুসারে ১৭৫০ সালেই, অর্থাৎ ইন্ড্রাস্টিয়াল রেভ্যুলুশনের পূর্বেই, ইংল্যান্ডের মাথাপিছু আয় ১৯৬০ সালের ভারতের চেয়ে বেশি ছিল। তার মানে বিভিন্ন কারনবশত ইংরেজ জাতির উন্নয়নের বেগ অনেক বেশি ছিল। সে কারনগুলো পুরোপুরি খুঁজে বের করার বেশ ইচ্ছা আমার। (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।