কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
ষোলো কোটি মানুষের হতভাগ্য ভূমি
অনপেক্ষ দৃষ্টিপাতে দেখো প্রভু তুমি।
দেখো তো হিসেব করে কোথায় গলদ
কপালে জোটে না কেনো ধনীর সনদ?
জাতিসংঘ সার্ভে করে মিটার-যষ্টিতে
বিশ্বব্যাংক ঘষে দেখে ডলার-কষ্টিতে
আইএমএফ শুমারান্তে বার করে জিব
সমস্বরে এক রব, 'গরিব! গরিব!!'।
মকলুখে আশরাফ নামে যার পরিচয়
বাজারে সমস্যা রূপে চিহ্নিত সে হয়।
শুক্রাণু-ডিম্বাণু মেরে ম্যালথাসীয় ভূত
অঙ্কুরে নিকেশ করে অমৃতের পুত।
সম্পদই রাখে জানি দুনিয়া সচল
এমতো খোলাসা হয় খেতাব-বদল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।