মায়াবতী এই প্রহর
ইদানিং উড়ে যেতে ইচ্ছে হয়...
একটা আকাশ খুঁজছি;
না কি নীল খুঁজছি!
হয়তোবা মিল খুঁজছি!
আকাশ নীলে মিল দিয়ে আজ
কবি হয়ে যেতে ইচ্ছে হয়!!
না কি ছবি হয়ে যাবো!
গভীর বনের মানুষ হয়ে যাবো!
হয়তোবা তোমার মনের মানুষ হয়ে যাবো!
সত্যি, মনের মানুষ হয়ে যেতে ইচ্ছে হয়!!
মানুষ কি কবি হয়?
কবি কি মানুষ হয়?
বনমানুষ কি কবি নয়?
কবি কি মনমানুষ নয়?
তবে কবি থাক ব্যাগবন্দি হয়ে
না হয় থাক বালিশ চাপা হয়ে
কবিতার হবে সালিশ, ছাপা হয়ে
তবুও কবিতা হবো,
আমার হবে সালিশ, আমিও কবি হবো!
একদিন সত্যি উড়ে যাবো!
হয়তোবা বনমানুষই রয়ে যাবো!
অথবা মনমানুষ হয়ে যাবো!
তবুও উড়ে যাবো!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।