আমার পাশের বাসায় ৫ বছরে একটি মেয়ে আছে ,নার্সারি তে পরে। তার স্কুলে ক্লাস পার্টি হবে এতে মিস নাচতে বলেছেন।কিন্তু ও কোণো কাজ করার আগে ওর ধর্মীয় শিক্ষককে জিজ্ঞাসা করে।
শিক্ষক বললেন মুসলমান দুই ধরনের হয় এক)কাজের মুমিন,দুই)নামের মুমিন,যারা গান বাজনা করে তারা নামের মুমিন,আর যারা এইসব করে না আল্লাহর প্রদর্শিত পথে চলে তারা কাজের মুমিন।তুমি কোন ধরনের মুমিন হতে চাও?পিচ্চি বলল আমি কাজের মুমিন হতে চাই ,(আলহামদুলিল্লাহ ),কিন্তু এখন ত মিস নাচতে বলেছে তাহলে ত করতেই হবে ।
আমি খুব অবাক এবং দুঃখিত হলাম এই ভেবে যে এই ছোটো বাচ্ছা টা এখনি সিদ্ধান্ত হিনতায় ভুগছে,ভাল খারাপ বুজতে পেরেও মানতে অপারগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।