থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
মুমিন কে? যে এক আল্লাহ আর তার রাসুলের উপরে বিশ্বাস স্থাপন করে। বলেঃ "লা-ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ"।
ব্যস আপনি আমি মুমিন। ঈমান যে আনয়ন করিল সেই মুমিন।
তা হলে মুসলমান কে বা কারা?
মুসলমান হতে হলে কি কি করা লাগে?
কোর'আন হাদিস পড়া লাগে, সেই সব পবিত্র গ্রন্থে যা যা বলা আছে তা মেনে চলা লাগে। ইসলাম জঙ্গী হতে, উদ্ধত হতে, পরশ্রীকাতর হতে মানা করে।
উলটো বলেঃ তুমি বিনয়ী হও, অপরের মতকে শ্রদ্ধা কর, অবিচার করো না, বিনা কারণে একটা জীব হত্যা করো না। বলে তোমার দাস-দসীদের তাই খেতে দাও, পরিধান করতে দাও যা তুমি নিজে খাও এবং পরিধান কর।
বলে স্বামীর উপরে স্ত্রীর ততখানি দাবী যতখানি স্বামীর দাবী স্ত্রীর উপরে।
বলে জ্ঞান অর্জন করা সকলের জন্যই আবশ্যক।
বলে ন্যায় বিচার করতে।
বলে মিথ্যার আশ্রয় না নিতে।
বলে সৎ পথে থেকে জীবিকা আহরন করতে।
ইসলাম তার অনুসারীদের এমন আরো অনেক সৎ ও গঠনমূলক উপদেশ দেয়।
আর একজন মুসলমানের উচিত সেই সব আদেশ এবং উপদেশ মেনে চলা।
তা হলে শুধু মুমিন না হয়ে থেকে আমাদের মুসলমান হবার জন্য চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের সে তৌফিক দিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।