জানতে চাই, জানাতে চাই ইদানিং ফেসবুকের বিভিন্ন পেজে দেখতেছি, রুটি, পরটা, পাতা, গাছে, আকাশে 'আল্লাহু' লেখা ছবি আপলোড করা হচ্ছে। এসবের কোনো মানেই হয় না। কারণ এসব ছবি ফটোশপের কৃতিত্ব। সবই ডাহা মিথ্যা আর বানোয়াট ছবি। আবার এসব ছবি আপলোড হওয়ার সাথে সাথে লাইক, কমেন্ট আর শেয়ার এর বন্যা বয়ে যায়। হায় রে পাবলিক। শিক্ষিত সমাজেও যে এরকম বুদ্ধিমান বেক্কল পাওয়া যায়, তা আমার জানা ছিল না। তাই যারা এমন সব ফটোশপে এডিট করা মিথ্যা আর বানোয়াট ছবি লাইক, কমেন্ট আর শেয়ার করেন; তাদেরকে বলতে চাই- সত্যিকারের মুমিন হউন, ফেসবুক মুমিন না। অনেক ফায়দা হইবেক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।