সম্ভবত ৪-৫ বছর পূর্বে একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম। সে সময় ব্যপক প্রচার হতো বিজ্ঞাপনটা বিভিন্ন চ্যানেলে। ১ বছরের কন্ট্রাক ছিলো, সে সময়কার প্রেক্ষাপটে পেমেন্টও ভালো ছিলো। কিন্তু বিজ্ঞাপনের প্রোডাক্টটা একটু ভিন্ন ছিলো। যেহেতু সে সময় নতুন ছিলাম প্রোডাক্টটাতে মডেল হলে লজ্জা পাবো বুঝতে পারিনি।
তখন বিজ্ঞাপনটা প্রচার হওয়ার পর বিজ্ঞাপনের শেষ পে-অফ লাইন বলে আমাকে চেতাতো। আল্লাহ আল্লাহ করতাম কবে বিজ্ঞাপনটা ওরা আর চালাবে না এই ভেবে। ইদানিং সে যন্ত্রনা আবার শুরু হয়েছে প্রায় সব চ্যানেলগুলোই নাটকের পূর্বে সেই বিজ্ঞাপনটা চালানো শুরু করেছে। পরিচিতি সবাই ফোন দিচ্ছে.....। আমিতো বলেছি মডেলিং ছেড়ে দিয়েছি।
আবারো সেই পে-অফ লাইন...................!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।