আমাদের কথা খুঁজে নিন

   

ঠুনকো কাঁচের মত মন!

নিজের ব্যাপ্যারে কিছু বলতে চাইনা শুধু এতটুকু বলবযে খুব ছোট বেলার ইচ্ছা আমার সাত রংয়ের রংধনুকে ছুতে চাই ।
সন্ধ্যা গড়িয়ে গেলে পানশালা ডেকে ওঠে আয়.. সাকী ও সুরার সাথে যে নিবিড় চেনা-জানা ডাক শুনে বসে থাকা দ্বায়। মৃদংগ বাজে নাকি?নাকি কেউ হেসে ওঠে চটুল আমোদ মাখা ঘোরে! অশ্রু মোছার আগে হেসে নাও, হেসে ওঠো পার যত জোরে!! ঠুনকো পেয়ালা গুলো সহজেই ভেঙ্গে যায়, মুদে আসে নেশাতুর চোখ। মন কি কাচের মত? তবে কেন ভেঙ্গে যায়? চোখ কেন হয় অপলক? লোহার খাঁচার ফাঁদে সুনিপুন ছলনায় পোষ মেনে যায় বুনো পাখি। আমারো যে খাঁচা আছে বুকের পাঁজরে ঘেরা সেখানে দুঃখ পুষে রাখি।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.