চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, লঞ্চে ঢাকা থেকে আসা ওই যুবকের মৃত্যু কী কারণে হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক ৩০ বছর বয়সী এই যুবক ঢাকা থেকে ‘এমভি তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চযোগে চাঁদপুর ঘাটে পৌঁছেন।
এ সময় তিনি লঞ্চঘাট এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর রিকশায় উঠতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।