আমাদের কথা খুঁজে নিন

   

শুন্য পথের একাকি পথিক

চলে যাবো বহুদুর..।

শুন্য পথের একাকি পথিক হয়ে চলেছি আমি ধীরে ধীরে যে পথ তোমার সাথে হেঁটেছি সেই পথে নীরবে চলেছি আজ হাল্কা রসিকতায় তোমার উচ্ছল হাসি তারই ভাবনায় ডুবে রয়েছি মৃদু বাতাস আর সেই বাতাসের স্পর্শ একা পথে এখন অনুভব করতে পারছি শুন্য পথের একাকি পথিক হয়ে চলেছি আমি তোমার মুখের সেই রক্তিম আভা, যেদিন তোমায় বলেছিলাম ভালবাসি তোমাকে যে কোন সময়ের চেয়েও বড় বেশি সুন্দরী মনে হয়েছিল। সেই অনুভুতি গুলোকে অনুভব করে একা পথে চলেছি আজ আরও কিছু আছে এই মনে আজ, যা প্রকাশ করবার নয় সব সৃতিগুলোকে সঙ্গে নিয়ে দুঃখ কে হারিয়ে দৃঢ় হতে চেয়েছি, তোমায় না দেখতে পাবার ভয়ে একবারও পিছে ফিরে তাকাইনি। শুন্য পথের একাকি পথিক হয়ে চলেছি আজ ---- অজানার পথে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।