আমি বেশ চুপচাপ!!
যখন বলা হচ্ছে, দ্রব্যমূল্য সহনীয়, তখন মধ্যবিত্তরা আধপেটা হয়ে থাকছে আর মানুষ বাড়ছে এমএমএসের লাইনে। কিন্তু যারা ধরাছোঁয়ার বাইরে, তারা বহাল তবিয়তেই আছে।
টাকাওয়ালার টাকা মেরে দিলে সে আবার আয় করতে পারবে কিন্তু যে লোকটা একবেলা না খেয়ে থাকলো কেউ আর ঐদিন পেট ভরে খাওয়ার সুখ তাকে ফিরিয়ে দিতে পারবে না।
একটা বিশেষ মহল হা করে থাকে সব সময় এই বাংলাদেশটাকে ১৬ কোটি মানুষসমেত(আমি বাদে, কারণ কিছুদিন আগের জরিপে আমাকে গণনা করা হয়নি!) গিলে ফেলতে, আর চেটেতো প্রতিনিয়ত খাচ্ছেই। তারা জানে, ক্ষমতায় যে দলই যাক, তারা তাদেরই মামা-চাচা-খালু অথবা ভাই।
যে কারো দোহাই দিয়ে, নাম ভাঙ্গিয়ে হত্যা, খুন, গুম, চাঁদাবাজি, ভূমি দখল, চাল-গম চুরি করেও বেঁচে যেতে পারবে।
গত তত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখেছি, কে কতটা সাধু। ঠগ বাছতে গিয়ে পুরো বাংলাদেশ উজাড় হয়ে গিয়েছিল। কোন একটা দল ক্ষমতায় আসছে, তারা আবার সাধুও হয়ে যাচ্ছে।
মাঝখান থেকে আমরা জনগণ ফুটবল হচ্ছি।
দু-দলের খেলোয়াড়রা আমাদেরকে ইচ্ছেমতো শটাচ্ছে কখনো ডানে, কখনো বায়ে, সামনে, পিছনে, উপরে, নিচে, কর্ণার কিক, ফাউল কিক আবার কখনো বা তাদের লক্ষ্যস্থলে(জনগণের লক্ষ্যস্থলে নয় কিন্তু)।
আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি আর তারা আমাদেরকে চিরদিনই বঞ্চিতদের দলে রাখার সুদূর প্রসারী পরিকল্পনা করে রেখেছে।
আর বক্ বক্ না করি.......আবার বলবেন, আজাদ ছেলেটাতো বেশী কথা বলে(আমি বেশ চুপচাপ!)
সর্বশেষ..................
রংপুর জেলার পীরগঞ্জের এক চাল ব্যবসায়ীর গোডাউন থেকে ওএমএস-এর ৩শ' বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওএমএস চাল ভর্তি ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
শেষ পর্যন্ত আসার জন্য ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।