পিনপতন নিস্তধ্বতা
বিশ্ববিদ্যালয় মানে বিশ্ব বিদ্যালয়। অর্থ্যাৎ পুরো বিশ্বটাই যেখানে বিদ্যালয়। চার বছরের স্নাতক সম্মান করতে করতে আর প্রতিবছর, প্রতি কোর্সের উপস্থিতির ১০ নম্বর উঠানোর জন্য আমিও ক্লাস করেছি। কখনও ক্লাস করার জন্য সকাল ৯টায় ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে শুনি, শিক্ষক আজ ক্লাস নেবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানা কাজে ব্যস্ত থাকেন ভেবে যেদিন ঘুমুচ্ছি সেদিন সকালে শিক্ষক উপস্থিতির খাতায় আমাকে অনুপস্থিত রেখে ক্লাস নিয়ে যান।
তবুও এই উপস্থিতির দশ নম্বরের মূল্য অনেক। এর বদৌলতে কিছু জিনিস শেখা হয়েছে যা সারাজীবন মনে থাকবে।
. রুটি ও রক্ত দুটোর স্বাদই পেয়েছে চিলির জনগন।
. আমার জীবনের অনেক রাতই কেটেছে হাজার তারকার হোটেলে- ইভো মোরালেস।
. বিড়াল সাদা কি কালো সেটা বড় কথা নয়, বড় কথা বিড়াল ইদুর মারে কিনা- ট্যাং শিও পে
. হাজার বছর তেলাপোকার মত বাঁচার চেয়ে একদিন সিংহের মত বাঁচা ভালো।
. পৃথিবীর এক কোণে পড়ে আছে নি:সঙ্গ চিলি।
. There is no common friend or enemy but common interest.
. Hit and Run, this is guerrilla war
এগুলো তো গেলো পড়াশোনার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে শুধু বই পড়লেই তো হবেনা। আরও অনেক কিছু জানতে হবে। এগুলো কেউ বলে দেবেনা, বুঝে নিতে হবে।
. ম্যাডামের লেকচার না লিখলে নাম্বার পাওয়া যাবেনা, কারন ম্যাডাম সব জানেন।
. স্যারের কলাম এবং বই পড়তে হবে, ওখানে সব আছে।
. স্যার বারোটার আগে ক্লাস নেন না, কারন ঘুম ভাঙেনা। (এটা অবশ্য ভালো!)
. স্যারের ক্লাস নেয়ার সময় কই, উনি তো নীতিমালা করছেন।
. স্যার অনেক কিছুই বললেন, কিন্তু টপিকের ধারেকাছ থেকেও গেলেন না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।