আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাসরুমে বসে শেখা!

ধুর যখন জন্মদাতা... (ধরছিইতো ভুল) যখন জন্মদাতা বাবা মুখ ফিরিয়ে নেয়, যখন স্নেহময়ী মা মনে করে অপদার্থ জন্ম দিলাম, যখন বন্ধুর করা অপমানে হৃদয়ে রক্তক্ষরণ, যখন প্রেমিকা চলে যায় অন্যের সংসারে, গরীব আমি শুধু দরিদ্র বলে, পথিক তুমি দাঁড়িয়ে গেলে কেন? শুনছকি তুমি ব্যর্থ মানুষের গান? জেনে রেখ আমি সূর্যদয়ের মত, ঠিকই ছুয়ে যাব তোমার অনুভূতি! দেখতে চেয়েছিলাম কতটা অবহেলা করতে পার, দেখতে চেয়েছিলাম কতটা অবজ্ঞা মনে নিতে পারি, দেখতে চেয়েছিলাম কতটা ঘেন্না সহ্য করা যায়, দেখতে চেয়েছিলাম কতটা সহ্যের চুড়ান্ত সীমান্ত কোথায়, ছাদেতে আমি নাটাই হাতে দাড়িয়ে, নীল আকাশে উড়ে থাকা ঘুড়ি তুমি, সবটুকু সুত ছেড়ে দিয়ে, ভাসিয়ে দিলাম তোমায় নীল আকাশে। এই হৃদয় চিরে তোমার হাতে রাখলে, ভালকি বাসতে? এই চোখ দুটো উপড়ে তোমার পায়ে রাখলে, ভালকি বাসতে? কতটা রক্তাক্ত পথ হাটলে, তোমাকে পাওয়া যায়? কতটা করুণ ভাবে বললে, বলতে ভালবাসি? নগরের এই বিবর্ন হাটা, বাস্তব আমাকে টেনে নেয় বুকে, সময় আমাকে ক্লাসরুমে বসিয়ে, বুঝিয়ে দেয় সব ব্লাকবোর্ডে! জন্মদাতা বাবা, বাবা হয়ে উঠে, বিশাল বাড়িতে, স্নেহময়ী মা, মা হয়, বিরাট ব্যাংক ব্যালেন্সে, বন্ধু এখন চাকর-বাকর, মানিব্যাগে টাকা, প্রেমিকা এখন পাওয়া বাজার দরে, পতিতার মত, যারা যাবার তারা গেছে জীবন থেকে, দিতে কি চাও তুমি বুকের সুবাস? অচেনা কোন পথিককে দেখে, জেনে নিও আমার যোগ্যতা। দু-পকেটে ভর্তি আমার রেয়েছে, স্বপ্নের ঝরা থাল, হাতের মুঠোতে এখন রঙধনু ধরে আছি, রাতের তারা আর দুপুরের ছোট্ট পাখি, চলছে সময় জীবন হয়ে একাকার, ভালবাসা, ভালবাসা, ভালবাসা, ভালবাসা ভালবাসা, ভালবাসা, ভালবাসা, ভালবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।