আমাদের কথা খুঁজে নিন

   

ফকির লালন সাহ (পুনরাবৃত্তি)



ফকির লালন সাহ তুমি কোন ভগমানের খোজে চইষা বেড়াও আসমান যমিন!! লালন তোমার প্রার্থনার জবাব খোদ ভগমানের কাছে। লালন তোমার স্মৃতি আজ ফকির-সাধু-জ্ঞানী সকলের হৃদয় মাঝে। তোমারে খুজে ফিরি লালন, বল তুমি কোন দড়িয়ার ঐ পারে ঘাপটি মেরে বসে মোদের দেশের আধুনিক সংষ্কৃতির নোংড়া খোলস দেখতেছো আর করতেছো আপসোস!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।