নিজেকে জান এবং প্রকাশ কর!!
সনি এরিকসন ওপেনের ফাইনালে স্পেনের রাফায়েল নাদালকে ৪-৬, ৬-৩, ৭-৬ (৪) গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।
এই জয় জকোভিচকে শুধু মিয়ামিতে হয়ে যাওয়া ফাইনালের ট্রফিটাই এনে দেয়নি, একই সঙ্গে তার টানা জয়ের রেকর্ড নিয়ে গেছে ২৬-এ।
খেলোয়াড়ী জীবনের শুরু থেকে দেখা গেছে চাপে ভেঙ্গে পড়েন জকোভিচ। কিন্তু মিয়ামি ফাইনালে চিত্রটা ছিল উল্টো। প্রচণ্ড গরমে ক্লান্ত নাদালের পাশে জকোভিচকে মনে হয়েছে শক্ত ও দৃঢ় মনোবলের এক খেলোয়াড়।
প্রথম দুটি সেটে তুমুল লড়াই হয়েছে বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে। প্রথম সেটটি হারলেও দ্বিতীয় সেটের সহজ জয় দিয়ে জকোভিচ বুঝিয়ে দিয়েছিলেন, সহজে ছাড় দেবেন না তিনি।
আর শেষ সেটটি ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। টাইব্রেকার পর্যন্ত যাওয়া সেটটি জিতে তিন সেটের ফাইনালটা নিজের করে নেন সার্বিয়ান।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।