রাফায়েল নাদালের কাছে হেরেই গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। নাদালের কাছেই হেরেছেন ইউএস ওপেনের ফাইনালে। আগের সাতটি লড়াইয়ের ছয়বারই নাদাল হারিয়েছেন তাঁকে। শনিবার কেড়ে নিয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও। নোভাক জোকোভিচ যেন এবার তারই প্রতিশোধ নিলেন।
আজ বেইজিংয়ে চায়না ওপেনের ফাইনালে নাদালকে সরাসরি সেটে (৬-৩, ৬-৪) উড়িয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা।
তাতে অবশ্য র্যাঙ্কিংয়ের হেরফের হচ্ছে না। জোকোভিচকে দুইয়ে ঠেলে একে উঠে যাচ্ছেন নাদালই। আগামীকাল সেই র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। তবে ২০০৫ সালের পর চায়না ওপেন জেতার এত কাছে এসেও এভাবে ফিরে যাওয়ায় কিছুটা হতাশ তো নাদাল অবশ্যই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।