আমাদের কথা খুঁজে নিন

   

নাদালকে হারিয়ে শিরোপা জোকোভিচের

গত মাসে নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো জোকোভিচ সোমবার রাতে লন্ডনের ওটু অ্যারেনায় মৌসুমের শেষ টুর্নামেন্টটি জিতেছেন ৬-৩, ৬-৪ গেমে।
এটি তার তৃতীয় ট্যুর ফাইনালস শিরোপা। এই জয়ের ফলে ২৬ বছর বয়স্ক জোকোভিচ অপরাজিত থাকাটা ২২ ম্যাচ পর্যন্ত বাড়ালেন। গত ৯ সেপ্টেম্বর ইউএস ওপেনের ফাইনালে নাদালের কাছে হারের পর এখনও অপরাজিত ছয়টি গ্র্যান্ড স্লামের মালিক।
গত মাসে চায়না ওপেনের ফাইনালে আগেরদিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসন হারানোর পর ১৩টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদালকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিলেন জোকোভিচ।

এবারও তার সামনে দাঁড়াতে পারলেন না নাদাল।
এবার জোকোভিচ নেতৃত্ব দেবেন দেশের। বেলগ্রেডে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া ডেভিস কাপের ফাইনালে সার্বিয়া খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
ফেব্রুয়ারিতে চোট থেকে দারুণভাবে ফিরে এসে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন নাদাল। এই হারে তার আসন টলবে না।

তবে আগামী বছর টেনিস বিশ্বের বর্তমানের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথ যে ভালোই জমবে, তার আভাস পাওয়া যাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।