মা মানে আদর, মা মানে মায়া
মা মানে শান্তি, মা মানে ছায়া।
মা মানে শাসন, মা মানে বারণ
সন্তানের মংগলাকাংখায় উতকণ্ঠা সারাক্ষণ।
মা মানে আশা, মা মানে ভাষা
মা মানে স্নেহ, মা মানে ভালবাসা।
মা মানে কমনীয়তা, মা মানে মমতা
মা মানে প্রানের বারতা, মা মানে স্বাধীনতা।
মায়ের তুলনা, মা ছাড়া কেউ না
চোখের জলে এ শুধু কামনা,
সুখ যদি না দিতে পারি মাকে
দুঃখ যেন তাকে না দিই কভু,
মা যেমন অহর্নিশি আগলে রাখেন সন্তানকে
মাকেও তেমনি তুমি আগলে রেখো প্রভু। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।