এই ভিজে মেঘের দুপুরে / তুমি আর কেঁদোনাকো উড়ে উড়ে.....
কখনও কখনও প্রাণহীন প্রস্তরের মতো
আছড়ে পড়ে পূবালী হাওয়া।
কখনও কখনও চাঁদের আলোয়
গজারীর ডাল মনে হয়-
ছেড়া সাদা মেঘের ধোঁয়া।
পৃথিবী-
যেখানে সবই অলীক।
বাস্তব শুধু আমাদের চাওয়া- না চাওয়া।
তাই বর্ষার জলে,
কখনও বিষণ্ণতা গ্রাস করে মন।
আবার কখনও হেসে ওঠে,
দশ বছরের ছোট্ট একজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।