আমাদের কথা খুঁজে নিন

   

জলাঞ্জলি দেয়ার ছলে

০১. নদীর দু'পাড়ে গিয়েই জেনেছি যা নাই তার নাম সুখ তা বিলিয়ে দিলে, যদি দিতে পারি প্রশ্বাসে দিও বন্ধু নাব্যতা পাড়ি। ০২. অবশিষ্ট বিপুল জলরাশির বিস্তীর্ণ সৌন্দর্যে মুগ্ধ কাতর রোমান্টিক মানুষ ভুলে যায়, ভুলে থাকে নদীই সবচে প্রাচীন তবে প্রাকৃতিক কিন্তু চির প্রচলিত এক জনপ্রিয় আস্তাকুঁড়; সভ্যতার সব বিষ, সব পাপ নদীগামী। তার তলদেশে বিসর্জিত দেবী কাঁদেন আর দু’পাড়ের মানুষ বুকে বিরহ পুষে রাখেন। পুণঃপাঠঃ বাঙলাদেশ নদীমাতৃক দেশ। ০৩. নদী জাতীয়তাবাদ বুঝে না। নদী দেখে না মানুষ কাঁটাতারে ঘিরে ঘিরে ছিঁড়ে ফিরে নিজেরে করে আলাদা আলাদা নদী জানে না কোন্ রাষ্ট্র স্বার্থ কসমে তার চঞ্চলতা, পরাণ উচ্ছ্বাস শত বাঁধে বাঁধে বাঁধা। চির ধর্ষিতা সে অনন্ত যৌবনা বুকে লাশের ভার, হাঙ্গরের কামড় শসস্ত্র রণতরী চরাচরে; জলাঞ্জলি দেয়ার ছলে ফুল দিও না আর এই জনমদুঃখীরে। ০৪. ও উজান আর কত জল কাটবি বল গোকূলে ভীষন রোদন দাউ দাউ দাবানল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।