আমাদের কথা খুঁজে নিন

   

কলমের কালি ফুরাইয়া যাইব তো, ভাই ।



কি আর করুম ! কি আর লিখুম ! observation'র ৭ দিন আর তো শেষ হয়না ! নতুন কিছু যে লিখব তাও ইচ্ছা করেনা । মানে এই যে ৭ দিন, এটা কি একটু বেশী হয়ে যায়না দাদা ? প্রায়ই নতুন idea আসে মাথায় (আসে না যে তা না), ভাবি যে লিখি । কিন্তু একে তো বাংলা typing'র ভেজাল, তার উপর আছে main reason । ok বলেই ফেলি দাদা, তা হল এই যে, আমার লেখা কে পড়বে কষ্ট করে ! daily আমার ব্লগটা দেখি আর মন খারাপ হয়ে যায় । কারন, পঠিতের সংখ্যা যা ছিল তাই থাকে, আর বাড়ে নাহ ! হাহ ! ব্যপার নাহ ।

যেমন মনে করেন আজ পাক-ভারত খেলা, সবাই ফাটাইয়া ব্লগে তাদের মতামত-অনুভূতি লিখছে, স্বাভাবিক । আমারও ইচ্ছে করে কিছু লিখতে, কিন্তু কি লাভ ? কে পড়বে ? ....হাহ ! থাক, ব্যপার নাহ ! Ooops, আমি এই যে আমি এখন গলা ফাটাচ্ছি, কোন problem হবে নাতো ? মানে, ৭ দিন পর -আপনি observation এ পাস হননি টাইপ লেখা দেখতে হবে নাতো ? না হলেই ভালো । আররে, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আমারও আছে ! এছাড়া, আমি যাই প্যাঁচাল মারি না কেন, at least মনের স্বত:স্ফূর্ত কথাগুলিই তো বলছি । কারও মত direct প্রথম আলোর খবর copy-paste তো আর মারি না । By the way, indirectly ও মারি না ।

( কেউ আবার মাইন্ড খাইয়েন না কিন্তু ) ওহ আচ্ছা, বলে রাখা ভালো, আগের post টা কিন্তু আমি copy-paste করিনি । হ্যাঁ, info নিয়েছি ok, কিন্তু নিজের ভাষায় লিখেছি । বুঝলেন বস ! যাই হোক, আমি বুঝে গিয়েছি, হয়তো সারাজীবন আমাকে অন্যের ব্লগ পরে যেতে হবে । ব্যপার নাহ, ব্লগ পড়তে আমার খারাপ লাগে নাহ । আজকাল facebook এ কোন অপরিচিত sexy মাইয়ারে add ও মারতে পারিনা ।

জিগায় যে, আমি ওরে personally চিনি নাকি । আজব, personally চিনলে তো ফোনই দিতাম ! তখন কি আর facebook লাগতো ! যাই হোক, আই হোপ, somewhere in blog ও আমাকে ছ্যাঁকা দিবেনা । হাহ ! lets see.. বি: দ্র: -- ব্যপারটা কেউ seriously নিয়েন না কিন্তু !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।