সৃষ্টি সুখের উল্লাসে।
কলমের গুরুত্ব কি আর ব্লগের শিক্ষিত্ ব্লগারদের কাছে বয়ানের প্রয়োজন আছে কি! হা কলম বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটা সাদামাটা ব্স্তু যার অগ্রভাগ ক্রমশ চোখা এবং অগ্রভাগে আছে একটি সুক্ষ্ম বল। আর থাকে বিভিন্ন কালারের কালি। কিন্তু ছবির কলমগুলো এমন সাদামাটা.............??????
কলম বেশে এইটা আবার কি জিনিষ!!!!!
মোবাইল লোড ওয়ালাদের এখন আর চিন্তা নেই।
ভালই কাজে লাগবে।
কেও বুঝতেই পারবে না এটা একটা কলম, সুতরাং কালি ফুরাবে দেরিতে।
কি এগুলা!!!!!!!!!!
খাইছে! কি কলম এইডা, অহনতো দেহি লোডশেডিং এর সময়ও ল্যাকতে হইবো
কি আমারে দেইখা হাসি পাইতাছে!!!!!!!!!!!
ভবিষ্যত ইনজিনিয়ারগো উপযুক্ত কলম।
সব কতার এক কতা, আমি আমার বিয়ার গাড়ি এমন বাতিল কলম দিয়া সাজাইবার চাই। এতে ট্যাকাও বাচবো, আবার আমি যে জ্ঞানী মানু এইডা সবাই বুঝবো। তাই আপনেরা সবাই এখন থাইক্যা বাতিল কলম ফালায়া না দিয়া আমার মেইলে মেইল কইরা দেন।
তাড়াতাড়ি, আমার বিয়ার বেশি দেরি নাই। এইতো এখন সেকেন্ড ইয়ারে, মাস্টার্সটা কমপিলিট হইলেই ................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।