আমাদের কথা খুঁজে নিন

   

আগাছা রাজনীতির সারা পেটে ভোখ



আইনের নেইকো শাসন এখন আইন এক দলা ত্রাস, কথা বলা বন্ধ, মনে বড় দন্দ- ভয় আর সাহসের চলিছে সহবাস। বনে আজ রাজা নেই রয়েছে হায়েনা জনগণ হরিণের মাংশের প্রায়, নেকড়ে পশুর দলও উঁত পেতে আছে তারা খাবে হয়ে গেলে হায়েনা বিদায়। এ জঙলার নাম বাংলা দেশ; জনতারে ধান করে যারা বাড়ভানে তারা নহেকো গোপাল রাজা এরা দুপেয়ে জানোয়ার, দেহে প্রাণে পশু তারা ধারেনাকো নিয়মের ধার। আর সংসদ-সংবিধান? সেত আমড়া কাঠের ঢেকো কয়েকটা বিষ মহিরোহ দেশ জোড়ে সংসার পেতে বসে আছে বিষ ছায়া ঢেকে দিখে এদেশের বোকের জমিন অষুধী ফলদ বনজ মৃত প্রায়- আগাছার এসেছে সুদিন। গেজোয়ার মত দাত পিট পিটে চোখ আগাছা পরাণদের সারা পেটে ভোখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.