তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
আগাছার মত পুনঃ পুনঃ গজাই
যন্ত্রণা দিতে, যন্ত্রণা নিতে।
অন্যের খাবারে ভাগ বসিয়ে
নির্লজ্জের মত লকলকিয়ে বেড়ে উঠি,
ইর্ষান্বিত ভাগীদাররা তখন
নালিশ জানায় যোগানদারের কাছে,
ক্ষুব্দ যোগানদাতা তখনই
নির্মম হাতে উচ্ছেদ করেন
যন্ত্রণাদায়ক অযাচিত এ আগাছাকে।
অতপরঃ প্রকৃতির দয়ায়, বর্ষার বৃষ্টিতে;
অর্ধমৃত দেহটা যখন সতেজ হয়-
তখনি মনে জাগে সংশয়
ভাবি, পুনরায় উৎপাটিত হওয়ার হয়েছে সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।