আমাদের কথা খুঁজে নিন

   

মতিয়া চৌধুরীর ইভটিজিং..

আমি ই লাদেন ভাই.. আপাতত বাংলাদেশে আছি। ওবামারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি.. একছেপ্ট করলেই যামু গা..
এই রকমের মানসিকতা না থাকলে আবুল তাবুল ফালতু কথা বইলা সংসদের ভাবমুর্তি নিয়া টানাটানি করা স্বাভাবিক লোকের মানায় না। যখন মানবাধিকার সংগঠন ‘আইন ও সালিশ কেন্দ্র’ থেকে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, শুধুমাত্র ইভটিজিং এর কারণে বিগত কয়েক মাসে অন্তত ১৪ জন কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটেছে বাবা-মেয়ে এক সাথে আত্মহত্যার ঘটনাও। পুলিশ বলছে, অন্ততঃ তিনজন মানুষ মারা গিয়েছে ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে। তখন সরকারের গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্বে বসে থেকে, নিজে একজন মহিলা হয়ে, শুধু মাত্র রাজনৈতিক হিনমন্নতা নিয়ে নতুন করে ইভটিজিং এর সঙ্গা বানানো কতটুকু মানানসই তা বোঝা মুশকিল। গত পরশু সংসদ অধিবেশনে আমাদের কৃষি মন্ত্রী তার ভাষায় ইভটিজিং সঙ্গায়িত করেছেন.. তার মতে, ইভটিজিং বলে নতুন কোন সমস্যা আবির্ভূত হয় নাই.. প্রতিবাদের কারনেই এর এত বহুল প্রচার। তার কথা মেনে নিলেও বলতেই হয় যদি ইভটিজিং নাই হয় প্রতিবাদের প্রশ্ন আসতাছে কেন..? তিনি আরো বলেন মেয়েরা প্রতিবাদ করছে বলেই শোনা যাচ্ছে শব্দটি.. যদিও জানা নেই- আত্মহত্যা কি কোন প্রতিবাদের ভাষা না লাঞ্ছনা গোপনের..? জানিনা আর কত কাল পর শুদ্ধতা পাবে বাংলার্ সংসদ..? কবেই বা এখানে আলোচনা হবে উন্নতির জন্য..? আগামী প্রজন্মের অপেক্ষায় থাকা ছাড়া কোন পথ দেখি না.. তার পরও আহবান- বাদ দেন এই ফাইজলামী.. পাছে লোকে কিছুই কবে না.. বাংলার মানুষ বাৎসরিক মেমরী লুজ.. তারা ৫ বছর সময়ের ঘটনা মনে রাইখা কিছু বলার ক্ষমতা রাখে না.. সংসদে বইসা আর ভাইবেন না- কথা বলা লাগে তাই কই .. না কইলে পাছে লোকে কি কয়..?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.