আপনজন
ইসলামের পাঁচটি কালেমা আছে। প্র্ত্যেক মুসলমানের এই ৫ কালেমার প্রতি ঈমান আনতে হয়। আমি ছোট বেলা থেকেই শুনে এসেছি প্রত্যেক মুসলমানদের ৫ কালেমার প্রতি ঈমান আনতে হয়। এমনকি কোন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে হলেও এই ৫ কালেমা পড়েই মুসলমান হতে হয়। কিন্তু আমার এতো দিনের এই ধারণা, জ্ঞানার্জনকে ভুল প্রমানিত করেছেন মতিয়া চৌধুরী।
আজ আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধরী বলেছেন তিনি (তার সাথে শাহবাগীদের কথাও উল্লেখ করেছেন) চার কালেমার প্রতি ঈমান এনেছেন। তাই তাদেরকে আর নাস্তিক বলা যাবে না। আমরাও কাউকে নাস্তিক বলতে চাই না। কেননা আমরা চাই ওলি-আওলিয়াদের পূন্যভূমি বাংলাদেশে কেন নাস্তিকরা থাকবেন। তবে
আমার প্রশ্ন হলো মতিয়া চৌধুরী ৪ কালেমার কথা বলেছেন।
তাহলে কি তিনি ৫ কালেমার মধ্যে একটি কালেমার প্রতি ঈমান আনেন নি? আর সেই কালেমাটি কোনটি সেটিও তার কাছে জানতে চাই। দফা করে কি মতিয়া আপা বলবেন, আপনি কোন কালেমার প্রতি ঈমান আনেননি। আর আপনার শাহবাগীরাও কোন কালেমার প্রতি ঈমান আনেননি। একটি কালেমার প্রতি ঈমান না আনলে মুসলমান থাকে এটি কোথায় পেয়েছেন তাও জানতে চাই আপনার কাছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।