আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রীর প্রেমে জুতাবিহীন ১১ বছর!

নাজমুল ইসলাম মকবুল

নেত্রীর প্রেমে জুতাবিহীন ১১ বছর! নেত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে খালি পায়ে ১১ বছর পার করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস সমর্থক অচিন্ত্য দাশ। যত দিন পর্যন্ত প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে না পারছেন, তত দিন তিনি জুতা পায়ে দেবেন না বলেও প্রতিজ্ঞা করেছেন। তার এমন বিরল রাজনৈতিক প্রতিজ্ঞার গল্প প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা বর্তমান। পঞ্চাশের কাছাকাছি বয়সের ক্ষেতমজুর অচিন্ত্য দাশ প্রথম জীবনে কমিউনিস্ট সমর্থক থাকলেও ১৪ বছর আগে কমিউনিস্ট রাজনীতিবিদদের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অপশাসনের প্রতিবাদে রাজনৈতিক বিশ্বাস পরিবর্তন করেছিলেন তিনি। প্রায় ১১ বছর আগে তৃণমূলের সমর্থক হিসেবে কলকাতায় এক সমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে একপাটি জুতা ফেলেই পালিয়ে আসতে হয় তাকে। পরে বাড়ি ফিরে আসতে আসতে আরেকপাটি জুতা গঙ্গার জলে ছুড়ে দিয়ে তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.