মঙ্গলবার বেলা ২টায় শহরের জিন্দাবাজার এলাকার এ ঘটনায় আটক জেলা যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম।
মিনারা জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজনীন আক্তার কণা।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান,বেলা ২টার দিকে জিন্দাবাজার এলাকায় ওয়ানওয়ে রাস্তা দিয়ে রিকশা নিয়ে যেতে চাইলে মিনারাকে বাধা দেন ট্রাফিক কনস্টেবল দেলোয়ার।
এ নিয়ে কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।এক পর্যায়ে মিনারা কনস্টেবল দেলোয়ারকে চড় মারেন।
খবর পেয়ে জিন্দাবাজার পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গিয়ে তাকে আটক করেন।
পরে কোতোয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মিনারাকে থানা হাজতে নিয়ে যান।
তবে কৃতকর্মের জন্য মিনারা ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।