মানবতাই ধর্ম !
প্রয়াত সাংসদ নাজিউর রহমান মঞ্জুর ব্যারিস্টার পুত্র আন্দালিব রহমান নতুন প্রজন্মের একজন সাংসদ। সম্প্রতি চারদলীয় ঐক্যজোটের অন্যতম এই নেতা সংসদে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন।
তিনি মোবাইল অপারেটর এয়ারটেল, সাংসদ লোটাস কামাল, এটর্নী জেনারেল এর দুর্নীতি ও অসত্য...... এবং পক্ষপাত্মূলক বক্তব্যের প্রতিবাদ করেছেন। আহবান করেছেন এয়ারটেলকে বয়কট করতে। শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই সাংসদকে।
একই সাথে তাকে আমি প্রশ্ন করতে চাই-১. বাবার দুর্নীতি টাকায় ব্যারিস্টার হওয়া আন্দালিব কি পারবেন একইভাবে বাবার সমালোচনা করতে?
২. দুর্নীতির ধারক ও বাহক বিএনপির সব কু-কর্মের সমালোচনা করতে?
৩. পারবেন বিএনপির সব নেতার দুর্নীতির ও আয়ের উৎসের সমালোচনা করতে?
৪. পারবেন ক্ষমতার লোভ ছেড়ে রাজনীতি করতে?
৫. পারবেন ................??
এই রকম আরো নানা প্রশ্ন । সব করব না, জানি আন্দালিব আমার পোস্ট পড়বেন না। অভিনন্দন আন্দালিব সংসদে জ্বালাময়ী বক্তৃতা দেয়ার জন্য। নাই মামার চেয়ে কানা মামা ভাল ! মূর্খ নেতার চেয়ে আয়েসী ব্যারিস্টার সাংসদ ভাল । জানি লন্ডনে পড়ার সময় আপনার নেশা ছিল মদ আর নারী।
তবুও আপনাকে আমি অভিনন্দন জানাই।
নিজেকে সঠিক পথে না এনে অন্যের সমালোচনা করা মূর্খের কাজ । আন্দালিবকে অভিনন্দন জানাই,কেননা এরকম বক্তব্য চারদলের খুব কম নেতা দিয়েছে। আন্দালিবের ব্যক্তিগত জীবন নিয়ে আমার মাথাব্যাথা নেই। তবে জনপ্রতিনিধিদের ব্যক্তি জীবন পরিষ্কার হইলে ভাল লাগে।
আত্মসমালোচনা করা বিরাট গুণ,সবার তা নাই।
আন্দালিব নতুন প্রজন্মের সাংসদ , তার কাছে আমার কোন আশা নাই কারণ তার আদর্শ সম্বন্ধে আমি ওয়াকিবহাল। তবে তার বক্তব্য যেন একপেশে না হয় ইহাই আমার কাম্য। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দেয়াটা কাম্য নয়। আমার দৃঢ় বিশ্বাস আবার চারদল ক্ষমতায় আসলে এই এয়ারটেল নিয়া উনি কোন কথাই বলবেন না ।
বিএনপির সাথে যতোদিন তিনি থাকবেন ততোদিন তাদের মুখোশ উন্মোচন করবেন না। বি.চৌধুরী আর অলি আহমদের মতো দল বা জোট ছাড়লে তবেই তার মুখ দিয়া বিএনপির সমালোচনা বের হবে।
সুতরাং আদর্শহীন রাজনীতি আর এই সকল সাংসদের জ্বালাময়ী বক্তব্যে খুশি না হয়ে তাদের রূপ উন্মোচন করা উচিত। আমাদের বুঝা উচিত তাদের আসল রূপ। অবশ্যই একজন রাজনীতিবিদ সুশৃঙ্খল জীবন যাপন করবেন।
সাধারণ মানুষ আর জনপ্রতিনিধি এক না। জনপ্রতিনিধি জনতার আদর্শ। তাদের কিছু দায়িত্ব আছে। রাজনীতি করতে হলে নিজের অতীতের কু-কর্ম কন্টিনিউ করা যায় না।
বিপ্লব দীর্ঘজীবি হোক!
জয় বাংলা!
দুনিয়ার মজদুর এক হও !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।