- হ্যালো !! বাই আফনে কই?
- আমিতো বাসায়। কে ভাই?
- বাই আমি হান্নান!
- হান্নান কে?
- আমি 'সুহাগী'র বাই.. চিনসুইন?
- 'সুহাগী' আবার কে?
- বাই আমরারে ভাজ পাইন না? আমরার বাফের নাম মোন্তাজ মেয়া.. বিরিজের ঐপারে তাহি।
- . . . . . . . . .
- বাই কাইলক্যা আমরার বাড়িত ২ বইস্তা 'কইল' দিওন লাগবো। আর বাই আপনে গত মাসো কি 'কইল'ডি দিসুইন? আমরার মুরগীতে এক বেইলেও টিকমতন 'আগে' না। এইবার এমুন 'কইল' দিয়েন না যেনো।
- :/
- বাই গুমাইসুইন? কতা কইন না ক্যারে? আফন্যার 'ফাটশাক' টি লইয়্যা যাইয়েন। ক্যাতোর 'ফাটশাক' ... বাই...ও বাই...!! হ্যালো বাই....!!!
আর শোনার ইচ্ছা হয়নাই তাই ফোনটা কেটে দিসি। অপরিচিত এই হান্নান ভাইয়ের সুবাদে সারাদিন পর এখনো ফোনটা বেজেই চলেছে। ঠিক করেছিলাম অহেতুক আর ফোন ব্যবহার করব না। তবে অত্যধিক মন খারাপ থাকলে এমন দু একটা কল সত্যিই টনিক হিসেবে কাজ করে।
লাভ ইউ মাই 'অহেতুক সেলফোন' !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।