কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
চিন্তা করি খানিকটা,
কেমন হলো বিষয়টা,
মানুষ কেন তর্ক করে,
অহেতুক ।
আঁকছে না হয় ছবি কিছু
কেন তুমি লাগছো পিছু
কেন তোমার ধর্ম নড়ে,
অহেতুক।
এই কার্টুন বাদ দিয়ে
অন্য কিছুর খবর নিয়ে
ভাবতে পারো অনেক কিছু,
ভাবছো না অহেতুক।
জগত জোড়া দেখতে পারো
তা নিয়েতো ভাই আঁকতে পারো,
কেন তুমিও শুধু ধর্ম নিয়ে
আঁকছো শুধু অহেতুক।
অধম বিলাল কহে শুনো মানুষজন,
সবার ওপরে জানিও মানুষেরই মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।