আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক কৌতুক



এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ—বড্ড মেয়ে ঘেঁষা। আমি সংশোধনের চেষ্টা করছি। ছেলেটির বাবা বাড়ি ছিলেন না। মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ।

সংশোধনের উপায় বের করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে। স্বামী: ওগো শুনছ, সর্বনাশ হয়ে গেল। স্ত্রী: কী হয়েছে? স্বামী: আজ মাইনে নিয়ে অফিস থেকে বাড়ি আসার পথে দুই ছোকরা পিস্তল দেখিয়ে বলল, হয় টাকা দাও না হলে জান দাও। স্ত্রী: আর তুমিও বোকার মতো টাকাটাই দিয়ে এলে! বিচারক: তুমি কেন গাড়িটি চুরি করেছিলে? আসামি: আমি দেখেছিলাম গাড়িটি একটি কবরখানার বাইরে দাঁড় করানো।

তাই ভেবেছিলাম গাড়ির মালিকের আর এটা হয়তো দরকার নেই। কবর খোঁড়ার কাজ করে এমন এক লোক শহরের এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পেছন ফিরে সে দেখল তার পিছে পিছে একজন ডাক্তার আসছেন। সে দাঁড়িয়ে পড়ল। ডাক্তারকে আগে যেতে দিয়ে তাঁর পিছে পিছে সে হাঁটতে লাগল।

ডাক্তার জানতে চাইলেন, এ রকম করলে কেন? লোকটি বলল, পেশায় আপনার পরেই তো আমার স্থান। বহুদিন পরে দুই বন্ধুর দেখা।  এক বন্ধু জানতে চাইল, তোর স্ত্রী কেমন আছে? প্রশ্নটা করেই সে তার ভুল বুঝতে পারল। পরক্ষণেই সামলে নিয়েবলল, আগের কবরস্থানেই আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।