আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক



১. খাড়া রোদ মাথায় নিয়ে ভাতের ফ্যান গিলছে সে চোখ পড়তেই দেখি, এক চোখ আলোহীন অন্যচোখে আকুতি...বেঁচে থাকার ২. মাছরাঙার পালক খুবলে খাচ্ছে কালো বেড়াল কোনো এক নিভৃত দুপুরে! শিকারীর মতন মাছের আশায় বিলের মাঝখানটায় অহেতুক অনেক ক্ষণ ঠাঁয় দাঁড়িয়ে থেকে বেচারা মাছরাঙা নিজেই শিকার হয়ে গেলো? হয়তো মানুষও এমন.... শিকারী চোখ আর ধূর্ত অভিলাষ অহর্নিশ খুন করছে বিবেককে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।