যদি রিপ্লে করা যেত সময়কে,
বাস্তবিকই, অবসরে আমি বার বার ফিরে যেতাম !
আমার শৈশব, কৈশর আর যৌবনে।
সে কচি মুখ গুলো ফিরে ফিরে দেখা,
সে প্রকৃতিতে নিশ্চিন্ত বুক ভরে শ্বাস নেয়া,
সেখানে ঘটনার কত শত ঘনঘটা।
মনে মনে এসব কতইতো ভাবি !
এখনের এত কাজ, আড্ডাবাজি আর বিড়ি ফোকা হতনা,
তুমি, তোমরা, সবাই আর গিলে খেতে পারতেনা- আমার সারা বেলা।
রিফ্রেস করে আসতাম নিজেকে পিছু টেনে নিয়ে !
আমি একাই শুধু কী এরকম ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।