আমাদের কথা খুঁজে নিন

   

অহেতুক



অগ্রহায়ণের কোন এক পরন্ত বেলায় যখন রদ্রচ্ছটা উজ্জল জাফরানী আভায় র্তীযকভাবে এসে পরেছিল ঠিক আমার পায়ের কাছে- রূপকথার চরকা বুড়ির চরকার ছন্দহীন নিস্তব্ধতা ভেঙ্গে চৈতালি হাওয়ায় ব্যাকুল এক ভিন দেশি পাখি উড়ে উড়ে ফিরছিল দলছুট, দলের সন্ধানে- আর বৃক্ষরা সারিবেধে গেয়েছিল বিদায়ের গান। তখন, আমার প্রিয় পাহাড়টা মাটিকে দৃঢ় ভাবে আঁকরড়ে ছুঁয়েছিল অদ্ভুৎ মেঘটাকে। আমার প্রিয় পাহাড়, প্রিয় লাল ফড়িং, প্রিয় মেঘ, লাল ফড়িংটার পাখায় আঁকা নক্সীকাথার মাঠ, প্রদিপের আলো ছায়া, আর খুব, খুবই প্রিয় বৃক্ষরা- আজ মায়া কুয়ার টলটলে পানিতে সমুদ্রের বিশালতা আর লবনাক্ততা। চাই সবুজ আরও সবুজ ভাঁজে ভাঁজে পরোতে পরোতে সবুজ… বাতাস চাই আরও বাতাস ঠান্ডা মিষ্টি প্রচন্ড বাতাস...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।