দেশ নিয়ে ভাবিবার মতো অনেক লোক রইয়াছে , জ্ঞানে , মননে , যার যার দর্শনে । আমার মতো ছাপোষার ভাবিতে গেলে পেটে টান পড়িয়া । এইখানেই তোমার ( জন্মভূমি ) পুত্র স্বার্থপর জননী । তুমি তো দেখোই , কতক লোক চিল্লায় - ধর্ম নিয়া ব্যবসা হইতাছে , বন্ধ কর , ব্যবসা করিতেছেও । দেশের মাথাগুলা তোমার শাড়ির আঁচল ছাড়াও পুরো শাড়ির সূতো খুলিয়া খুলিয়া ব্যাবচ্ছেদ করিতেছে , উহা কাহারো চোখে পড়িতেছে না , মাগো ( জন্মভূমি ) তোমার দ্বায়িত্ব যাহারা কাধেঁ তুলিয়া লইয়াছে তাহারাও যে তোমাকে লইয়া ব্যবসা করিয়া দ্বায়িত্ব এড়াইয়া মাসের পর মাস বেহিসাবি দিন কাটাইতেছে , তাহা কাহারো গোচরে পড়িতেছে না আমি গোবেচারা ছাড়া - আমি ছাপোষা তো গ্যাঁড়াকলে । যাক , এই প্যাঁক প্যাঁক করিতে আসিনি । জননী গো , আমি তোমার শাসককে দিবসচোর বলিবো না তবে এতোসব কার্যাদি করিয়াও আমার মতো বোকা-সোকা লোকদের বাঁচিতে ( ইঁদুরের মতো ) অন্যান্য কর্মে হস্তক্ষেপন করিতে পারে , দেশ ও দশের কল্যাণ করিতে পারে । আমি লজ্জিত জননী , সত্যিকার অর্থে তোমার শাড়ির আঁচল অক্ষত রাখিবার মতো ক্ষমতা আমার নাই-তবে চক্ষে জল রইয়াছে , নিভৃতে সত্যিকার কান্না আসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।