মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
কি ঝকঝকে তকতকে নির্মেঘ নীলাকাশ বাইরে। মনে হচ্ছে যেন ধরিত্রী দেবী মুখ টিপে টিপে হাসছেন আজ মনের আনন্দে। তার সেই আনন্দের রঙ এসে লেগেছে আমারও মনের মধ্যে। গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে...পাখিরা গাইছে কিচির মিচির করে।
এক খন্ড চাঁদও উঠেছে, কোন্ তিথি কে জানে। হুম্ দিনের আলোতেই চাঁদ। আজ হঠাৎ খেয়াল গেল দিনের আলোতে চাঁদ তার সব সৌন্দর্য, আকর্ষণ হারায়। রাত আছে বলেই চাঁদের রুপের এত বাহার। কথাটা ভাবতে যেয়েই ফিক করে হেসে ফেললাম।
দুইটা লাইন মনে পড়ে গিয়েছিল,
"আলো বলে, অন্ধকার তুই বড় কালো,
অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো"
...
হেডফোনে সুর বাজছে। যেন আমার হৃদয় থেকেই উচ্চারিত হচ্ছে সেই সুর। কি যে সুধা ঢালছে কানে। শব্দগুলো আজ আমার সব কীর্তন করতে করতে ধরা দিচ্ছে। সবকিছু মিলিয়ে এমন একটা রিনিরিনি সুখের অনুরণনে মন প্রাণ সমস্ত ছেয়ে আছে, ইচ্ছে করছে বন্দী করে রাখি এই সব সুখ পাখিদের...
একটা ইনস্ট্রুমেন্টাল শুনছিলাম।
সুরগুলো সব যেন আমার আজিকের অনুভূতির বহিঃপ্রকাশ। পাখির ডাক, প্রকৃতির ডাক, পানির শব্দ। কেমন এক ঘোর লাগিয়ে দেয়।
http://www.youtube.com/watch?v=21dfilSok-A
ট্রেনে সত্যজিত রায়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম। অনেকদিন পরে উনাকে পড়তে যেয়ে মনটা আরো ভালো হয়ে গেল।
কাল রাতে কেমন করে শুয়েছি কে জানে, আজ সকালে উঠে ঘাড়টা এমন ব্যাথা করতে লাগলো। তো ট্রেনে ইন্টারভিউটা কিছু পড়ে ঘাড় সোজা করছি ঘুরিয়ে ঘুরিয়ে, সামনে দেখি গোলাপী ঠোঁটের অধিকারিণী একজন দাঁড়িয়ে। মোহিত করে দেওয়ার মতো ঘোর লাগা চোখগুলো তার। আর আমিও মোহিত হলাম
...
একজনকে লিখছিলাম, বাইরে আজ সব কেমন করে হাসছে, অন্তত আমার তাই মনে হচ্ছে। মজা করে বলছিলাম, দেখো নীচের ফুলটাও হাসছে আজ :-)
...
সৌমিত্র চট্টপাধ্যায়ের কণ্ঠে রবিঠাকুরের একটি চিঠির অংশবিশেষ শুনতে যেয়ে রবিঠাকুরের কিছু কথা মনে ধরলো।
সেটি দিয়েই শেষ করছি -
"...গান প্রভৃতি কতকগুলো জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে, তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করার চেষ্টা কর না কেন, এর আসল জিনিসটায় অনির্বচনীয়। এবং তারি সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ। তারি জন্য আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।