আমার ব্যক্তিগত ব্লগ
আমাদের দেশের মানুষের মনে হয় দু:খ বিলাস আছে। সুধু দু:খের গান শুনতে পছন্দ করে। আমি মনে করি, এমনিতে দু:খ কম নেই, যে গান শুনে আরো বেশি করে মনে করতে হবে।
কিছুদিন আগে হাবিবের "ভালবাসব বাসবরে বন্ধু, তোমায় যতনে" (কথা ভুল লিখতে পারি, ভালো মতোন শুনতে পাইনি রেডিও 2ডেতে) গানটা শুনলাম। খুব ভালো লাগল। আমার ধারণা ছিল, বাংগালি প্রেমের গান বলতেই বুঝে "বুকটা ফাইট্টা যায়" টাইপের দু:খের গান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।