তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
আমার বুকে নদী আছে, আছে অথৈ জল
ডুব কি দিবি সেই নদীতে আস্তে করে বল।
নদীর তীরে বালু আছে, আছে মুক্তা ঝিনুক
দেখতে পারিস থাকতে পারে স্বপ্নে আকা সুখ।
মনের নোঙর ফেলতে পারিস সেই নদীতে শুধু তুই,
আয়না ছুটে বাধা টুটে একটুখানি তোরে ছুই।
তুই যে আমার চোখের তারা, বুকের নদীর বিশাল ঢেউ,
আমার বুকে তোরই বসত, তোর বুকে কি অন্য কেউ।
হাসিস যদি ঠোট বাকিয়ে জোয়ার আসে নদীর বুকে,
তোর চোখেতে জমলে পানি, নদী শোকায় গোপন দুখে।
বুকের নদী- সুখের নদী হবেই হবে চাইলে তুই
আয়না ছুটে বাধা টুটে একটুখানি তোরে ছুই।
জীবন নদীর জোয়ার ভাটায় আমি যে তোর নায়ের মাঝি
নদীর মাঝে নদীর ডুব স্বপ্নে শুধু তাই খুজি।
চোখের তারায় চোখ যে হারায় তোর কপালে ছোট্ট টিপ
নদীর ঘরে জলের ভীড়ে উঠবে কোথায় প্রেমের দ্বীপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।