প্রিয় ভিন্ন ধর্মালম্বী ভাই ও বোন,
সংখ্যালঘু শব্দটাতে আমার যথেষ্ট আপত্তি আছে যদিও অতি প্রচলনের কারণে অনেক সময় হয়তো আমিও ব্যবহার করে ফেলি। আমি বিশ্বাস করি একজন মানুষের পরিচয় কখনো তার সংখ্যা দিয়ে হতে পারে না। একজন মানুষ নিজেই তার পরিচয়ের জন্য যথেষ্ট। ভিন্ন ভিন্ন প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে জন্ম নেয়ার জন্যই একই প্রাকৃতিক প্রক্রিয়ার ভেতর দিয়েই যেতে হয়। আলেকজান্ডারকে যেমন বলা হয়েছিল, ‘জ্ঞান অর্জন করার সহজ কোন পদ্ধতি নাই’।
তেমনি ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন লোকদের জন্ম নেয়ার ভিন্ন কোন প্রক্রিয়া নেই। সবার একই প্রক্রিয়া। যে কথা বলতে আমার এই লেখার অবতারনা। আমরা চরম অস্থির একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। হাজার হাজার বছর যাবৎ আমাদের দেশে সব ধর্মের লোকেরা মিলেমিশে জীবন কাটাচ্ছে।
কিন্তু একটা অপশক্তি আমাদের এই অসাম্প্রদায়িকতাকে কখনো ভালো চোখে দেখে নাই। স্বীকার করতে দোষ নাই- সেই অপশক্তি আবার আমাদের পবিত্র ইসলাম ধর্মের নামধারী। ইতিহাসে চোখ রাখলে দেখা যায় তারা মাঝেই মাঝেই চেষ্টা করেছে আমাদের এই অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে। কিন্তু তারা সফল হতে পারে নাই। আজ সেই একই সময় আবার আসছে।
আবার সেই বিষাক্ত শক্তি তার বিষ নিয়ে সমাজে অশান্তি তৈরি করতে ঝাপিয়ে পড়েছে। আমি বিশ্বাস করি এই দেশের মাটি,আলো, বাতাস,পানি, প্রতিটি ধূলিকনায় আমাদের যতটুকু অধিকার রয়েছে ঠিক ততটুকু অধিকার রয়েছে তোমাদের। আমি জানি আমাদের পহেলা বৈশাখে সারা দেশ জুড়ে যে আনন্দ উৎসব হয়; সেই আনন্দে কখনো বিবেচনায় আসে না আমাদের ধর্ম কি;আমাদের ক্রিকেট টিম মাঝে মাঝেই এই গরীব দুঃখী দেশটাকে আনন্দে ভাসার, আনন্দে কাঁদার উপলক্ষ এনে দেয়; সেই আনন্দে কাদার চোখে জল ধর্ম বুঝে না। বিজয় দিবসে আমরা ধর্ম ভুলে একত্রে আনন্দ করি; যেমন শোক দিবসে এক সাথে শোক পালন করি। প্রতিটা জাতীয় উৎসব আমরা অসাম্প্রদায়িক হিসেবে পালন করি।
কিন্তু ইদানিং যেই ঘটনা ঘটছে তাতে আমি লজ্জিত; ক্ষুব্ধ; অপমানিত। ইসলামের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করা এক জঙ্গী গোষ্ঠীর হাতে তোমরা যেভাবে নির্মভাবে অত্যাচারিত হচ্ছো; তোমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে; তোমাদের উপাসানালয় ভাংচুর করে তোমাদের লজ্জা দিচ্ছে। এই লজ্জা আমারো। স্বাধীন একটা দেশে বাস করে প্রতিটা মুহুর্ত যেই আতংকের ভিতর তোমরা কাটাচ্ছে সেই আতংকের সিকি ভাগ আমিও অনুভব করি। যেই খোলা আকাশের নিচে তোমরা এখন মানবেতর দিন যাপন করছো সেই একই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমি মহান আল্লাহতাআলার কাছে এদের বিরুদ্ধে ফরিয়াদ জানাই।
আর তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আমরা পারি নাই তোমাদের রক্ষা করতে। এই বাংলাদেশ যদি আমাদের মা হয়; তাহলে এই বাংলার মাটি আমাদের মায়ের পেট। আর তোমরা আমাদের একই মায়ের পেটের ভাই ও বোন। কিন্তু তোমাদের এই ভাই তোমাদের রক্ষা করতে পারে নাই।
তোমরা আমাদের ক্ষমা করো। আর আজ আমি এই মাটিতে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে ঘোষনা দিলাম যেসব কুলাঙ্গার আজ আমাকে এই লজ্জা দিল, তোমাদেরকে আজ ধর্মীয় পরিচয়ের সামনে দাড় করিয়ে দিচ্ছে; শুধুমাত্র ধর্ম বিবেচনা করে তোমাদের সাথে অন্যায় করছে সে কখনো আমার ভাই হতে পারে না। আমি আজ তাদের ত্যাজ্য করলাম। আমাদের পবিত্র ইসলাম ধর্ম সবসময় শান্তির কথা বলে; ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি না করার কঠোর নিষেধ আছে আমাদের পবিত্র ইসলাম ধর্মে। যারা আজ তোমাদের সাথে এই অন্যায় করল কসম আমার আল্লাহর;কসম আমার রাসূলের সেই অন্যায়ের জবাব তাদের আমার আল্লাহর কাছে করতেই হবে; পেতে হবে কঠোর শাস্তি।
তোমরা তাদের ক্ষমা না করা পর্যন্ত এই জালিমরা কখনো ক্ষমা পাবে না। আমাদের এই প্রজন্ম তোমাদের রক্ষায় যতখানি ব্যর্থ হয়েছে স্বপ্ন দেখি আমাদের আগামী প্রজন্ম তোমাদের কখনো সেই লজ্জার মুখোমুখি হতে দিবে না;সাম্প্রদায়িকতার বিষদাঁত তুলে তারা একটা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে যেখানে প্রতিটা ধর্মালম্বী যার যার ধর্ম পালন করতে পারবে; কখনো নিরাপত্তাহীনতায় ভুগবে না। আমি মনেপ্রানে চাই আমার সেই স্বপ্নটা সত্য হউক। তোমরা আমাদের ক্ষমা করো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।