এমন অনেক কষ্ট আছে যা কখনো বলা যায় না। যাই হোক আমি যা বলছি তা প্রথমে পড়ে আপনার মেজাজ খারাপ হচ্ছে কিন্তু ব্যাপার তা এমন না......আপনি ভাবছেন আমি মনে হয় আমার কষ্ট ছড়িয়ে দিচ্চি কারন কষ্ট ছোঁয়াচে। আসল কথায়ে আসি। আমি এখানে আসলে কিছু মানসিক সমস্যা নিয়া কথা বলব।
আপনার রাত এর বেলা বিশেষ করে রাত ১১ টার পর মন খারাপ হয়ে যায় ।
যার কোন কারন আপনি খুঁজে পান না। কি করলে মন ভালো হয় তা ও আপনি খুঁজে পান না। মোবাইল বন্দ করে রাখতে ইচ্ছা করে। নিজেকে খুব নিসঙ্গ লাগে। হয়ত সকাল এ উঠে দেখেন কোন সমস্যা নাই।
এবং এইটা রেগুলার হয় আপনার সকল কাজ আই জন্য নষ্ট হয়। আপনি হয়তো ভাবসেন এটা হয়তো স্বাভাবিক কিন্তু আপনি যদি এইটা ভাবেন তবে এটা আপনার ভুল। আপনি মানসিক সমস্যাতে ভুগসেন। এটা আপনার সকল কর্ম ক্ষমতাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাকে অনুরোধ করবো এই বিষয় টা চেপে না রেখে কউন্সেলিং নেওয়ার জন্য......(চলবে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।