আমাদের কথা খুঁজে নিন

   

এবার মিয়ানমারে ৭ মাত্রার ভূমিকম্প



মিয়ানমারে কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ মাত্রার শক্তিশালী ২টি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৭টা ৫৫ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে লাওস ও থাইল্যান্ড সীমান্তে এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা। থাইল্যান্ডের সিয়াং রাই নগরী থেকে ৭০ মাইল দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলেও জরিপ সংস্থা জানায়। প্রথম ভূমিকম্পটির গভীরতা ৬.২ মাইল। অন্যদিকে দ্বিতীয়টির গভীরতা ১৪২.৫ মাইল।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে জনবসতি খুবই কম। উল্লেখ্য, গত ১১ মার্চ জাপানে ৮ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। ভূমিকম্পের ফলে ফুকুশিমার পারমাণবিক চুল্লিতে একের পর এক বিস্ফোরণে দেশটিতে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। জাপানের ভূমিকম্পে ১৫ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.