বাংলা ব্লগে লেখার অগ্রহ অনেক দিনের, তাই লিখছি ।
ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চাওয়া মবিল যমুনার (এমজেএল) তালিকাভুক্তির প্রস্তাব বাতিল করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএসইর পারিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো।
বুকবিল্ডিং পদ্ধতিতে মবিল যমুনা ও এমআই সিমেন্টের ইস্যুমূল্য অতিমূল্যায়িত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে এসইসি এই পদ্ধতি স্থগিত করে। ২৩ জানুয়ারি মবিল যমুনাসহ দুটি প্রতিষ্ঠানের আইপিও প্রক্রিয়াও স্থগিত করা হয়।
এরপর প্রতিষ্ঠানটিকে শর্ত দেওয়া হয়, তাদের শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যু মূল্যের নিচে নেমে এলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে।
এই শর্ত মেনে নেওয়ায় মঙ্গলবার মবিল যমুনাকে তালিকাভুক্তির অনুমতি দেয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।