আমাদের কথা খুঁজে নিন

   

মবিল যমুনা, এমআই সিমেন্টের লেনদেনে আসা নিয়ে সালমান কি বললেন?

যাহা বলি সত্য বলি....

মবিল যমুনা, এমআই সিমেন্টের লেনদেনে আসা নিয়ে সালমান এফ রহমান কি বললেন? মবিল যমুনা ও এমআই সিমেন্টের আইপিওতে অংশ নিয়ে বিজয়ীদের প্রায় এক হাজার কোটি টাকা দুই মাসেরও বেশি সময় ধরে আটকে আছে। সরকার যখন সাত লাখ বিনিয়োগকারীর স্বার্থের কথা চিন্তা করে ৬ মাসের বাইব্যাকের যে শর্ত দিয়েছে তা মৌখিকভাবে মানতে চেয়েও এখন আর মানতে চাচ্ছে না কোম্পানি দু’টি। এখন তাই কোম্পানি দুটির শেয়ারবাজারে তালিকাভূক্তি বা টাকা ফেরত নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আর কোম্পানির পক্ষেই অবস্থান নিয়েছেন শেয়ারবাজারে কেলেঙকারির ঘটনায় বেশি আলোচিত বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান। এসইসির পরামর্শক কমিটির এ সদস্য বলেছেন, শেয়ার বাইব্যাকে এক মাস কিংবা ৬ মাস যে সময়ই দেওয়া হোক না কেন কোনোটাই আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

এক্ষেত্রে দু’টি পথ খোলা রয়েছে। তা হলো কোম্পানি দু’টিকে আইপিওর টাকা ফেরত দিতে হবে অথবা কোনো শর্ত ছাড়াই বাজারে আসার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে শেয়ারের দর পড়ে যাওয়ার ঝুঁকি বিনিয়োগকারীদেরই নিতে হবে। উল্লেখ্য, মবিল যমুনার চার কোটি শেয়ারের বিপরীতে চার লাখ বিনিয়োগকারী লটারি পেয়েছেন। এ কোম্পানি তাদের কাছ থেকে ৬০৯ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে।

এমআই সিমেন্টে তিন কোটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.