https://www.facebook.com/tanvir.mh বউকে নিয়ে একটু খুনসুটি করে ভাত খাবো সেই সুযোগ নেই। ড্রাইভার কে সাথে নিয়ে ডিনার করতে হচ্ছে। তাও রহিম বক্সের মত ট্রাক ড্রাইভারের যোগ্যতা সম্পন্ন ড্রাইভারের সাথে। মেজাজ খারাপ নিয়ে এক সময় খাওয়া শেষ হল।
-“জানিয়া” আমার ঘুম আসছে।
-না পরে ঘুমাবে। আমি একটি ছড়া লিখেছি এটা শুনে ঘুমাবে।
-ওহ তাই নাকি। আমার বউয়ের এত গুন কেন?একটা মানুষের এত গুন থাকার কি দরকার?
-তুমি এত বেকুব কেন? গুন কি মানুষের থাকবে না কি ছাগলের থাকবে?
-রাগ করো কেন? আচ্ছা শোনাও।
-তুমি বাম কান হাত দিয়ে বন্ধ করে রাখো।
শুধু ডান কান দিয়ে শুনতে হবে।
কথা না বাড়িয়ে বাম কান হাত দিয়ে বন্ধ করলো মবিল। কারণ কথা বাড়ালেই একটু পর হয়তো বলবে এক পা উচু করে ছড়া শোনার জন্য প্রস্তুত হও।
-“টিং টিং টিং
বিং বিং বিং
কেন তুমি করো এত তিরিং বিরিং”
-শেষ?
- হা। ৭ দিন লেগেছে এটা লিখতে।
কেমন হয়েছে?
-ওয়াও একদম ওয়াও। কোকের মত ঝাঁজালো সুন্দর একদম।
-তুমি বেশি বেশি বল। কাল রহিম বক্সকে শুনাবো। সে আসল কথা বলবে।
-রহিমকে দেখলেই মনে হয় একজন সাহিত্যমনা গাড়ীর ড্রাইভার। তুমি তাকে শুনাতে পার।
আবারও প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে ঘুমাতে যায় মবিল। সকালে নাকি আবার বাসে অফিস যেতে হবে। কেন যে কারো গাড়ীর ড্রাইভার হলাম না।
তাইলে তো আর বাসে চড়া লাগতনা। জীবনটাই তেতুলপাতা। রহিম বক্স আরামেই আছে।
ঘুম থেকে উঠেই আজ মনটা ভালো হয়ে গেল। কারণ প্রতিদিন জানিয়া তার সমস্থ জান দিয়ে চিৎকার করতে করতে ঘুম থেকে তুলে দেয় আমাকে।
কিন্তু আজ সে তা করেনি। কিন্তু বিষয়টা অস্বাভাবিক লাগছে। জানিয়ার মনে নিম্নচাপ বইছে না কি?
ব্রাশ করতে করতে রান্নাঘরে জানিয়ার খুজ করতে গিয়ে ক্রন্দনরত অবস্থায় তাকে পেল।
-কি হয়েছে কি হয়েছে?
-আমার মন খারাপ হয়েছে।
-সেতো বুঝতেই পারছি।
কারণ জনিত নাকি অকারণ জনিত?
-রিনি খালা নাকি আজ তার এক আত্মীয়ের ছেলের মুসলমানির দাওয়াতে যাবে। তাই আমাকে যেতে নিষেধ করেছে। কয়েকদিন থেকে আমি লুডু খেলার প্রস্তুতি নিচ্ছি আর তিনি শেষ মুহূর্তে না করলেন। ভে… এ.. এ..
(খুশিতে নাচতে ইচ্ছে হইতেছে। অফিসে বাসে যেতে হবেনা)
-আহারে আমার মনটা খারাপ হয়ে গেল।
আচ্চা আর কাঁদতে হবেনা। আমি অফিস থেকে ফিরে তোমাকে নান্দুসে মুরগি পুড়া খেতে নিয়ে যাবো।
-না আমি কাঁদবো। ভে এ ই ...
কাঁদার অবস্থা ভয়াবহ রুপ নিয়েছে। তখনই আবার রহিম বক্সের আগমন।
-ম্যাডাম রেডি হইছেন?
হারামজাদা ড্রাইভারের রেডি হওয়ার কথা শুনে জানিয়াকে আর থামানো যাচ্ছেইনা।
অবশেষে সিদ্ধান্ত হল আজ আমি যাতে অফিসে না যাই। জানিয়াকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে।
-আচ্ছা বল কই যাবে?
-শিশু পার্ক যাবো
চলবে
তানভীর মাহমুদুল হাসান
১৭-১১-২০১২
আগের দুটি পর্ব
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।