আমাদের কথা খুঁজে নিন

   

ডারউইন ও জৈববিবর্তনের হদিস



চার্লস ডারউইন এবং প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব নিয়ে বিশ্বজুড়ে পক্ষে-বিপক্ষে প্রচুর বইপুস্তক, জার্নাল, ওয়েব সাইট রয়েছে। বৈজ্ঞানিক জার্নালে জৈববিবর্তনের বিরোধিতা করে কোনো লেখা প্রকাশিত না হলেও বিরোধীপক্ষে ডারউইন এবং জৈববিবর্তনের বিরোধিতা করে প্রকাশিত বই, ওয়েব সাইটের অভাব নেই। ওয়েব সাইটের কল্যাণে গণমাধ্যম জগতে যেমন মুক্ত তথ্যের বাতায়ন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি ভুল এবং বিভ্রান্তিকর তথ্য প্রাপ্তির সম্ভাবনাও বহু গুণ বেড়ে গেছে। একজন সাধারণ পাঠকের অবশ্যই ডারউইন এবং জৈববিবর্তন সম্পর্কে সঠিক তথ্যের জন্য একাডেমিক, বিজ্ঞানভিত্তিক ওয়েব সাইট, জার্নাল, বই অনুসরণ করা উচিৎ। নীচে এর রকম কিছু ওয়েব সাইটের ঠিকানা এবং সাধারণ পাঠের উপযোগী কিছু বইয়ের নাম উল্লেখ করা হল। চার্লস রবার্ট ডারউইন * আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি : www.amnh.org/exhibitions/darwin * ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ইংল্যান্ড : www.darwin200.org * দ্য কমপ্লিট ওয়ার্ক অব চার্লস ডারউইন অনলাইন : http://darwin-online.org.uk * অ্যাবাউট ডারউইন : www.aboutdarwin.com * ডারউইন কোরেসপনডেন্স প্রজেক্ট : www.darwinproject.ac.uk/home * বিবিসি, ইউকে : www.bbc.co.uk/darwin * দ্য ফিট্সউইলিয়াম মিউজিয়াম : www.darwinendlessforms.org * উইকিপিডিয়া : http://en.wikipedia.org/wiki/Charles_Darwin * ইংলিশ হেরিটেজ-ডারউইনের বাড়ি : www.english-heritage.org.uk/daysout/properties/home-of-charles-darwin-down-house জৈববিবর্তন * মুক্তমনা বাংলা ব্লগ : www.mukto-mona.com/evolution * ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স এডুকেশন, আমেরিকা : www.ncseweb.org * ব্রিটিশ সেন্টার ফর সায়েন্স এডুকেশন : www.bcseweb.org.uk * ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ইংল্যান্ড : www.nhm.ac.uk/nature-online/evolution * পাবলিক ব্রডকাস্ট সার্ভিস : www.pbs.org/evolution * টক অরিজিন সাইট : www.talkorigins.org * বার্কিলি বিশ্ববিদ্যালয় : www.evolution.berkeley.edu * আমেরিকান ন্যাশনাল একাডেমি : www.nationalacademies.org/evolution * বিজ্ঞান পত্রিকা নিউসায়েনটিস্ট : www.newscientist.com/channel/life/evolution * অক্সফোর্ডের জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের ব্লগ : www.richarddawkins.net * পান্ডাস থাম্ব ব্লগ : www.pundasthumb.org * মার্কিন কোষজীববিজ্ঞানী কেনেথ্ মিলারের ব্লগ : http://www.millerandlevine.com/km/evol/ * কার্ল জিমারের বিজ্ঞান ব্লগ : http://scienceblogs.com/loom * জীবন বৃক্ষ বা ট্রি অব লাইফ : http://www.tolweb.org/tree/ * স্মিথসোনিয়ান সাইট : www.anthropology.si.edu/humanorgins * কমিটি ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন অব ক্লেইমস অব প্যারানরমাল : www.csicop.org/intelligentdesignwatch * প্রত্নজীববিজ্ঞান নিয়ে ব্লগ : www.palaeoblog.blogspot.com * প্রত্নজীববিজ্ঞান এবং বিলুপ্ত প্রাণীদের উপর ওয়েব সাইট : www.palaeos.com চার্লস ডারউইন এবং জৈববিবর্তন নিয়ে সাধারণ পাঠের উপযোগী কিছু বইপত্র : ১. ম. আখতারুজ্জামান, বিবর্তনবিদ্যা, ঢাকা, বাংলা একাডেমী, ১৯৯৮ ২. চার্লস রবার্ট ডারউইন, প্রজাতির উৎপত্তি, (ভাষান্তর ম. আখতারুজ্জামান), ঢাকা, বাংলা একাডেমী, ২০০০ ৩. অনন্ত বিজয় দাশ (সম্পাদিত), ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা , ঢাকা, অবসর প্রকাশন, ২০১১ ৪. মোহাম্মদ শাহ আলম, সাধারণ প্রত্নজীববিদ্যা, ঢাকা, বাংলা একাডেমী, ১৯৯০ ৫. দ্বিজেন শর্মা, চার্লস ডারউইন ও প্রজাতির উৎপত্তি, ঢাকা, সাহিত্য প্রকাশ, ১৯৯৭ ৬. দ্বিজেন শর্মা, সতীর্থ বলয়ে ডারউইন, ঢাকা, মুক্তধারা, ১৯৯৯ ৭. দ্বিজেন শর্মা, ডারউইন : বিগল-যাত্রীর ভ্রমণকথা, ঢাকা, সাহিত্য প্রকাশ, ১৯৯৯ ৮. সুহিতা গুহ, জীন বংশধারা ও বিবর্তন, (দুই খণ্ড), কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকপর্ষৎ, ২০০২ ৯. মনিরুল ইসলাম, জৈববিবর্তনবাদ : দেড়শ’ বছরের দ্বন্দ্ব বিরোধ, ঢাকা, সংহতি প্রকাশন, ২০০৭ ১০. নারায়ণ সেন, ডারউইন থেকে ডিএনএ এবং চারশ কোটি বছর, কলকাতা, আনন্দ পাবলিশার্স, ২০০৪ ১১. ডেভিড এটেনবরো, পৃথিবীতে জীবনের উদ্ভব, (অনুবাদ তপন চক্রবর্তী), ঢাকা, অনুপম প্রকাশনী, ২০১০ ১২. আনোয়ারুল হক খান (অনূদিত), চার্লস ডারউইনের আত্মচরিত, ঢাকা, নওরোজ কিতাবিস্তান, ১৯৮৯ ১৩. বাসুদেব মুখোপাধ্যায়, মানুষটির নাম ডারউইন, কলকাতা, শ্রেয়া পাবলিকেশন্স, ২০১০ ১৪. বন্যা আহমেদ, বিবর্তনের পথ ধরে , ঢাকা, অবসর প্রকাশনী, ২০০৭ ১৫. মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ, জীবের ক্রমবিকাশ, কলকাতা, শৈব্যা প্রকাশন, (সংশোধিত ৫ম সংস্করণ) ২০০১ ১৬. সুশান্ত মজুমদার, চার্লস ডারউইন ও বিবর্তনবাদ, কলকাতা, শৈব্যা প্রকাশন, ২০০৩ ১৭. অনন্ত বিজয় দাশ (সম্পাদিত), যুক্তি, সংখ্যা ৩, সিলেট, বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল, জানুয়ারি ২০১০ ১৮. Carl Zimmer, Evolution: The Triumph of an Idea , New York, HarperCollins, 2001 ১৯. Donald R. Prothero, Evolution: What the Fossil say and Why it Matters , New York, Columbia University Press, 2007 ২০. Jerry A. Coyne , Why Evolution is True , New York, Viking, 2009 ২১. Michael Ruse, The Evolution Wars: A Guide To The Debates , New York, Rutgers University Press, 2002 ২২. Neil Shubin, Your Inner Fish , London, Penguin Books, 2008 ২৩. Peter Gluckman, Alan Beedle & Mark Hanson, Principles of Evolutionary Medicine , New York, Oxford University Press, 2010 ২৪. Richard Dawkins, The Greatest Show on Earth: The Evidence for Evolution , U.K., Bantam Press, 2009 ২৫. Richard Dawkins, The Ancestor's Tale: A Pilgrimage to the Dawn of Evolution , New York, Houghton Mifflin, 2004 ২৬. Richard Dawkins, River Out Of Eden: A Darwinian View Of Life , New York, Basic Books, 1995 ২৭. Richard Dawkins, The Blind Watchmaker: Why the Evidence of Evolution Reveals a Universe without Design , New York, W. W. Norton, 1996 ২৮. Sean B. Carroll, Endless Forms Most Beautiful: The New Science of Evo Devo and the Making of the Animal Kingdom , New York, W. W. Norton, 2005 ২৯. Sean B. Carroll, The Making of the Fittest: DNA and the Ultimate Forensic Record of Evolution , London, Quercus, 2008 ৩০. Stephen R. Palumbi, The Evolution Explosion: How Humans Cause Rapid Evolutionary Change , New York, W. W. Norton, 2001


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.