আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে ধরা পড়েছে বিশালাকৃতির অজগর

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধরা পড়েছে একটি বিশালাকৃতির অজগর সাপ। খবর পেয়ে সোমবার দুপুরে সাপটিকে উদ্ধার করে স্থানীয় সিতেশ বাবুর চিড়িয়াখানায় নিয়ে আসেন চিড়িয়াখানার পরিচালক সিতেস রঞ্জন দেবের পুত্র সজল দেব। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের একটি ছড়ার পাড়ে প্রথমে এই বিশালাকৃতির অজগরটিকে দেখতে পায় গ্রামবাসী। এসময় অজগরটিকে দেখতে গ্রামের উৎসুক জনতার ভীর জমে যায়। পরে ইছবপুর এলাকার জনৈক হারুন মিয়া সেলফোনে শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেবকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থল থেকে অজগরটিকে উদ্ধার করে তার মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন। আজগরটিকে মিনি চিড়িয়াখানার একটি খাচায় সংরণ করা হয়েছে। উদ্ধারকৃত আজগরটি দৈর্ঘে আনুমানিক ১২ ফুট এবং ওজনে প্রায় ৪০ কেজি হবে বলে জানান সজল দেব। তিনি আরো জানান, অজগরটিকে আগামী কয়েকদিনের মধ্যে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.