আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে চিফ হুইপ

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল শাখার আয়োজনে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে গত শনিবার শ্রীমঙ্গলে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার সব সময় জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। শনিবার বিকাল ৫ টায় সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গনে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অণুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকারের দুই বছরের সময়কালে জাতীয় সংসদের ২০১ কার্যদিবসে মোট ২৩৪টি বিল পাস হয়েছে। এছাড়া জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময়ে দেশজুড়ে নানা অনাচার ছড়িয়ে পড়েছিল। যুদ্ধাপরাধীদের আর্ন্তজাতিক মানের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন আগামী তিন বছরের মধ্যে সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি তার সময়কালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ-মৌলভীবাজার তথা সিলেট বিভাগে তার উদ্যোগে যেসব উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন হয়েছে তার সংপ্তি তথ্য তুলে ধরেন এবং জনগণের প্রশ্নের উত্তরে আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। সনাক শ্রীমঙ্গলের আহ্বায়ক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এবং কমলকলি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জনসংপৃক্তকরণ বিভাগের পরিচালক মিসেস রাবেয়া রওশন। অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মনির মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদৎ হোসেন, সম্পাদক অর্ধেন্দু দেব, শ্রীমঙ্গলের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.