আমাদের কথা খুঁজে নিন

   

ভেঙে পড়ো না টাইগার্স : আসছে অস্ট্রেলিয়া, অন্তত একটি ম্যাচে জয় চাই



শাকিব আল হাসান যেমনটি বলেছেন, আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারিনি ঠিকই, কিন্তু তিনটি দলকে হারানোর টার্গেট পূর্ণ করেছি। হ্যা, ইংল্যান্ডের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে আমরা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে পারতাম। সে আশা যখন পূর্ণ হয়নি, এখন আমাদের প্রথম দৃষ্টি থাকবে কোয়ার্টার ফাইনালসহ সেমি ফাইনাল ও ফাইনাল খেলার দিকে। ঢাকায় আগামী ২৩ ও ২৫শে মার্চ অনুষ্ঠেয় দুটি কোয়ার্টার ফাইনালের দু'টি দল চূড়ান্ত হয়েছে। অর্থাৎ ২৩ তারিখ খেলছে পাকিস্তান, সঙ্গে খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ (আজ যদি হারে ভারতের কাছে) এবং ২৫ তারিখ খেলছে অস্ট্রেলিয়া, সঙ্গে খুব সম্ভবত ভারত (আজ যদি জেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)।

বিশ্বকাপ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া ৩টি ওডিআই খেলতে আসবে বাংলাদেশে। খেলাগুলো হবে ৯, ১১ ও ১৩ই এপ্রিল। আইসিসি'র এফটিপি অনুযায়ী এ সফরে ওদের ২টি টেস্ট খেলার কথা থাকলেও তা খেলতে ওরা অস্বীকৃতি জানিয়েছে। আমাদের দলের খেলার যে মান তাতে আমরাও হয়তো জোর করে কিছু বলতে পারিনি। বিসিবি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ জানিয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর থেকেও ২টি টেস্ট বাদ দিয়ে দেয়া হয়েছিল অলেম্পিক গেমসের ভুয়া অজুহাত তুলে। এখন টাইগাররা এই অপমানের প্রতিশোধ হিসেবে যদি ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, তবে একজন বাংলাদেশী দর্শক হিসেবে বড়ই আনন্দিত হবো। অন্তত একটিতে জয় চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।