কবিতা
মাগো ওরা কোথায় ?
রফিক , সফিক , সালাম , বরকত ।
৫২’ র ফের্রুয়ারীর বিদ্রোহী নেতা
রঞ্জিত করেছিল রাজপথ ।
মাগো আর কতকাল তুমি
অভিমানী হয়ে রবে !
কত কাল তুমি কবেনা কথা
কতকাল বুকে বয়ে নেবে
তোমার সন্তান হারানোর ব্যথা ।
তুমি কি দেখতে পাওনা মা
এক সন্তান শোষিত অন্ন সন্তানের হাতে,
তবে কেন তুমি শাষন করছনা
কাদছ কেন অবলীলায় গভীর রজনীতে ।
মাগো তোমার সোনার ছেলেরা কি করছে দেখ
তুমি কিছুই বলবেনা ওদের !
ওদের কাছে কোন দাম নেই
তোমার বুকের দুধের !
তুমি শুধু ওদেরই জন্ম দাওনি মা
প্রতিটা বীর শহীদের জন্ম দিয়েছ তুমি ,
তারা মরেনি , বেচে আছে অন্য সন্তানের মরমে
তারাই বাচাবে এ সোনার জন্মভূমি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।